নিজস্ব সংবাদদাতাঃ আজ বড়দিন। সকল মানুষ বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছেন ঘুরতে। কিন্তু পাথরপ্রতিমা এলাকার বাসিন্দারা আজ ঘরবন্দি। দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে। পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের মনে বাঘের আতঙ্ক ভর করেছে। কেননা, মাটিতে বাঘের পায়ের থাবার দাগ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। তাই রাত জেগে চলেছে পাহারা।
সূত্র মারফত জানা গিয়েছে, ঠাকুরাইন নদীর চরে মিলেছে বাঘের পায়ের ছাপ। ধান কাটার কাজও বন্ধ হয়ে গিয়েছে বাঘের ভয়ে। রাতে মশাল ও টায়ার জ্বেলে চলে পাহারা। বনকর্মী ও পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ধনচির জঙ্গল এলাকায় নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজ বেলায় বনদপ্তরের পক্ষ থেকে বাঘ ধরার জন্য খাঁচা পাতা হবে।