'শিশু বান্ধব পুলিশ কর্মী'!

নাবালিকাকে গণধর্ষণ! তদন্তে নেমে বড় সাফল্য পুলিশের। আইসি পাচ্ছেন বিশেষ সম্মান।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
aaaa

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  শিশু বান্ধব পুলিশ কর্মী হিসেবে পুরস্কার পাচ্ছেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জী। আন্তর্জাতিক শিশু অধিকার দিবসের দিন সুদীপ বাবু রাজ্য  সরকারের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। উল্লেখ্য, কিছু দিন আগে গোপীবল্লভপুর থানা এলাকায় এক  নাবালিকাকে গণধর্ষনের ঘটনায় চারজনের যাবজ্জীবন সাজা হয়েছে। সেই সাজা ঘোষণার পর পুলিশ ব্রেভারি অ্যাওয়ার্ড ফর বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ পার্সন্যাল পাচ্ছেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জী। 
উল্লেখ্য, নাবালিকা গণ ধর্ষণের দায়ে চলতি বছরের ৩ জুন ঝাড়গ্রাম পকসো আদালত চারজনকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারক। ওই ঘটনায় ৫ জন গ্রেপ্তার হলেও একজন নাবালক থাকায় মেদিনীপুর জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে তাঁকে হোমে রাখা রয়েছে। গত ২০২২ সালের ১৬ জুন গোপীবল্লভপুর থানায় নাবালিকা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তার মা। পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তার করে। ১২ আগস্ট ২০২২ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ওই নাবালিকার শারীরিক পরীক্ষা এবং তার ভবিষ্যতের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়। চলতি বছরের ২৯ আগস্ট ঝাড়গ্রাম জেলা পুলিশ বিষয়টি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর কাছে সুপারিশ করেছিল। গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জী বলেন, ''খুবই ভালো লাগছে এ ধরনের পুরস্কার পাওয়ার খবরে"। সুদীপ বাবু আরো বলেন "আগামী দিনে অপরাধ কমানোর জন্য চেষ্টা যেমন চালাবো তেমন অভিযোগের তদন্তে গতি আনার চেষ্টা চালিয়ে যাব।" ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ''অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে, চার্জশিট সময়ে দেওয়া হয়। এই ধরনের অপরাধ করলে কেউ ছাড়া পাবে না। ঝাড়গ্রাম জেলা পুলিশ সব সময় নাবালিকা ও মহিলাদের উপর ঘটে যাওয়া ঘটনা খুবই গুরুত্ব সহকারে দেখে। গণধর্ষনের মতো ঘটনায় একবছরের মধ্যে সাজা ঘোষণায় আইসি ও থানার পুরো টিমের সহযোগিতা ছিল।"

 

hiring 2.jpeg