বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, ফললো না শুভযোগ, মায়ের সামনেই শেষ একরত্তি!

একমাত্র ছেলে জলে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 child death .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মী পূজার দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মায়ের চোখের সামনে তলিয়ে গেল সন্তান। দেখেও কিছু করতে পারলেন না হতভাগ্য মা। মায়ের সঙ্গে স্নান করতে এসেছিল ৫ বছরের পুত্র সন্তান কিন্তু এমন ঘটনা যে ঘটবে তা ভাবতেই পারেননি মা।

বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে ঘোষপাড়া ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিজের চোখের সামনে একমাত্র ছেলে জলে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভালুকা আউটপোস্টের পুলিশ। জানা গিয়েছে মৃত ওই শিশু পুত্রের নাম রাহাত হোসেন তার বয়স পাঁচ বছর। তার বাড়ি দৌলত নগরে। 

বৃহস্পতিবার মায়ের সঙ্গে সে ফুলহর নদীতে স্নান করতে এসেছিল। ঘাটের এক পাশে বসে কাপড় ধুচ্ছিলেন তার মা। সেই সময় অসতর্কতা বসত খেলার ছলে নদীতে পড়ে যায় ছেলেটি। ঘাটের কাছেই ছিল গভীর গর্ত সেখান থেকে নদীর জলে তলিয়ে যায় রাহাত। চিৎকার চেঁচামেচি করতে থাকেন তার মা। ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। তবে শেষ পর্যন্ত ফুলহরের প্রবল জলরাশি থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

Flood

পুলিশ আসলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের দিয়ে শুরু হয়ে যায় তল্লাশি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিশু পুত্রের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন মা।