নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, সবংয়ে চাঞ্চল্য

শিশুর মৃত্যু হল কীভাবে?

author-image
Anusmita Bhattacharya
New Update

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল শিশুর মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত বিষ্ণুপুরের মারকুন্ডা গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম অভিজিৎ বর্মন। বয়স ২ বছর। বাড়ি বিষ্ণুপুরের মারকুন্ডা গ্রাম। প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ২ বছরের ওই শিশু। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। তারপরেই সবং থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত নিখোঁজ ডাইরি করা হয়। 

আজ সোমবার সাত সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে পুকুরে ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে কৌতুহলী মানুষজন এলাকায় ভিড় জমায়। পরবর্তীতে সবং থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Adddd