মেদিনীপুর স্যালাইন কাণ্ডে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ মুখ্যসচিবের

মৃতার স্বামীর কি দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-22 at 6.11.53 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সাম্প্রতিক সময়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্য সচিব মনোজ পন্থের। সাথে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবন, ক্যাথল্যাব ইউনিট, সিসিটিভি কন্ট্রোল রুম সহ একাধিক ইউনিট পরিদর্শন করেন মুখ্য সচিব। প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার। প্রশাসনের তরফে নিহত প্রসূতির পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেটিও যাতে শীঘ্রই হয়, সে ব্যাপারে আশাবাদী নিহত প্রসূতির পরিবারের লোকজন। সোমবার মেদিনীপুর হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গড়বেতার সারগা গ্রামের বাসিন্দা নিহত মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাসের হাতে শুক্রবারই মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় দেবাশিস বলেন, "রবিবার আমার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ৫ লক্ষ টাকা ঢুকেছে। বলা হয়েছে আমাদের সদ্যোজাত পুত্রসন্তানের প্রতিপালনের জন্য এই টাকা দেওয়া হয়েছে। আমি জেলা ও ব্লক প্রশাসন-সহ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের তরফে আমাকে একটি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেটা যদি দ্রুত হয়, খুব উপকৃত হব"।

Mamata suspends 12 doctors in expired saline case citing 'medical  negligence' - The Hindu