নিজস্ব সংবাদদাতা: ঠিক পুজোর আগে গোটা বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। একাধিক জায়গা থেকে জল নামতে শুরু করেছে। কিন্তু উত্তরবঙ্গে নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার উত্তরবঙ্গের উদ্দেশে রহনা দেন।
প্রবল বর্ষণের জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে একাধিক জায়গায় ভূমিধসের খবর পাওয়া যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দার্জিলিংয়ে ব্যাপক ভূমিধস হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তা এমনিতেই সরু সরু। তীর্থযাত্রীদের লাভা এবং লোলেগাঁও দিয়ে আনা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে সেনারও ভূমিকা রয়েছে, ওই পথেই আসা যাওয়া করে। ধসটা যাতে দ্রুত মেরামত করা যায়, তা নিয়ে কথা বলব।" দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে যে বানভাসি পরিস্থিতি, তা নিয়ে কেন্দ্র সহযোগিতার আশ্বাস দিয়েছে কি? প্রশ্নের জবাবে মমতা বলেন, "কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ওনি। বাংলা একমাত্র রাজ্য, যারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত।"
অন্যদিকে, নেপালের একাধিক বাঁধ থেকে জল ছেড়েছে। যার জেরে বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব বাংলায় পড়বে বলে মনে করা হচ্ছে।