ফের সুখবর, ‘পুজোর পরেই…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যের মানুষের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
mamatalakkhi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মানুষের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু হয়েছিল 'লক্ষ্মীর ভাণ্ডারপ্রকল্প। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রকল্প আরও জোরদার করে তোলা হয়েছে

mamata ght.jpg

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার অর্থাৎ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে রাজ্যের জেনারেল কাস্টের মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা এবং তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলারা পাচ্ছেন ১২০০ টাকা

গতকাল লোকসভা ভোটের পর এই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ সম্পন্ন হয়েছে একুশের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ নিয়ে বিশেষ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, “লক্ষীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে, তেমনই চলবে। যারা লক্ষীর ভাণ্ডারের আবেদন করেছেন, কিন্তু এখনও টাকা পাননি, তাদের চিন্তার কোনো বিষয় নেই। পুজোর পরেই সবাই টাকা পেয়ে যাবেন।

Mamata Banerjee Claver Smile.jpg

এছাড়াও তিনি বলেছেন, “ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য সরকার ৬০ হাজার কোটি টাকা খরচ করেছে। রাজ্যের ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে।”