বারণ সত্ত্বেও জল ছেড়েছে ডিভিসি-বাংলায় বন্যা! আটকে ৩৫ জন-রেগে গেলেন মমতা, বড় সিদ্ধান্ত

রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "খানাকুলে ৩৫ জন আটকে। রাত হয়ে গেছে। চিন্তায় আছি। হঠাৎ জল ছেড়েছে ডিভিসি। হেমন্ত সোরেনের সঙ্গে তিনবার কথা বলেছি। জানি না কী হবে। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার অনেকটাই ক্ষতির মুখে। আমি নিজে আদি গঙ্গার সামনে থাকি। এতটা জল আসতে দেখিনি। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম। চোদ্দ-পনেরোটা সিঁড়ি ছিল। আর একটা দুটো বাকি আছে। ওঁদের বারণ সত্বেও যদি জল ছেড়ে দেয় তাহলে বন্যা আটকানো যাবে না।" 

মমতা আরও বলেন, "প্রশাসনিক আধিকারিকদের বলব, মঙ্গলবার অনেক জল ঢুকবে। এত রাতে ৩৫ জনকে উদ্ধার করব কী করে। সকালে বিপর্যয় মোকাবিলা দফতরের দলকে পাঠাব। সিএস নিজে মনিটারিং করছেন। তিনি নিজেও ডিএম এর সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন।"