নিজস্ব সংবাদদাতা : সীমান্ত এলাকায় অবাধ অনুপ্রবেশ ও চলমান টালমাটাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্ত অঞ্চলে কেন্দ্র সরকারের সক্রিয়তা প্রয়োজন, কিন্তু তা এখনও দেখা যায়নি। তিনি বলেন, "রাজ্য সরকারের ওপর একতরফা দোষ চাপানো ঠিক নয়, কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব রয়েছে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "গুরুত্বপূর্ণ স্থানে নাকা চেকিং কমপালসারি হওয়া উচিত, তা না হলে নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রেলের নাকা চেকিং আরও জরুরি হয়ে উঠেছে, কারণ বিহার থেকে অস্ত্র আসছে বলে খবর পাওয়া গেছে।
তিনি মন্তব্য করেন, " আমার গাড়িতেও চেকিং করা হোক, তাতে কোনো সমস্যা নেই, আমি তাতে খুশি হব।" সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে, জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।