অবশেষে সরকারি কর্মচারিদের জন্য সুখবর! রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
‘অপারেশন সিঁদুর’-এর জেরে প্রতিরক্ষা বাজেটে বাড়তি ৫০,০০০ কোটি টাকার ভাবনা
ভারত-পাক সংঘর্ষবিরতি জারি ১৮ মে পর্যন্ত, হটলাইনে বৈঠকে সিদ্ধান্ত
কর্নেল কুরেশির অপমান কিছুতেই মেনে নেওয়া হবে না! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে রাজভবনের বাইরে বিক্ষোভ
ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে, ব্যারিকেড ভেঙে পথে চাকরিহারারা
শিক্ষকরা চাইছেন চাকরি, পুলিশ দিচ্ছে কেস! বিকাশ ভবনের বিক্ষোভে টালমাটাল প্রশাসন
উপড়ে ফেলে দিলেন গার্ডরেল! আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকাদের সামলাতে বিকাশভবনের সামনে ব্যাপক পুলিশ বাহিনী
ESI ও PF-র দাবিতে উত্তাল উত্তরপাড়া পুরসভা, কাজ বন্ধ রেখে পথে সাফাই কর্মীরা
নকল করতে হলেও বুদ্ধি লাগে, মোদিকে নকল করতে গিয়ে বিশ্বমঞ্চে হাসির পাত্র শাহবাজ শরিফ

কেন্দ্রের জন্যই রাজ্যে এত ভয়াবহ বন্যা হয়েছে! ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের জন্য রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে। কেন্দ্র কোনও কাজ করেনি।

author-image
Tamalika Chakraborty
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি থামলেও পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূমের একাধিক জায়গা এখনও জলমগ্ন।  বন্যার ওপর নজর রেখে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে,  ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

Bengal flood situation

সোমবার প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, আবারও বৃষ্টি শুরু হয়েছে। নতুন করে জল আসলে, ডিভিসি জল ছাড়লে নতুন করে প্লাবিত হতে পারে। তবে বিডিও, আইসিদের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জমি মেপে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার টাকার ব্যবস্থা করা হবে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় যেখানে চাষের জমি ক্ষতি হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

তিনি সমস্ত দোষ কেন্দ্রের ঘাড়ে চাপান। তিনি বলেন, সমস্তটাই কেন্দ্রের হাতে। কেন্দ্র কোনও কাজ করেনি। পাশাপাশি তিনি জানান, পানীয় জলের খামতি যেন না হয় তা দেখতে বলা হয়েছে। পূর্ত দফতর ভাঙা রাস্তার সমীক্ষা করবে।

 tamacha4.jpeg