নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে বিধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর এলাকা পরিদর্শন করেন। সেখানে রাজ্য যুব আবাসনে দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। এখানেই তিনি বললেন, '' রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। মানুষের সমস্যা মানুষকে নিয়ে ভাবুক কেন্দ্র। তা না করে কেন্দ্র রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে প্রতিশোধ নিতে। আসলে ডিভিসিকেও বেসরকারিকরণের চেষ্টা করছে কেন্দ্র। আর এতেই মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। ''
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, তিনি এদিন দুর্গাপুর ব্যারেজে এসে বড়জোড়ার সীতারামপুর অঞ্চলের বন্যা দুর্গতদের সাথে কথাও বলেন। তাদের নানা সুবিধা অসুবিধার কথা শোনেন। এদিন তার সাথেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী, বড়োজোরা বিধায়ক অলোক মুখার্জিসহ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার জেলা প্রশাসনের পদস্থ কর্তারা।
উল্লেখ্য, নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ভারী বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানসহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বিগত দুদিন সেই জলস্তর নামতে শুরু করেছে।