আলুর দাম বৃদ্ধি ও রফতানিতে রাশ : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

আলুর দাম বাড়ানোর পর রাজ্যে রফতানিতে কড়া নিষেধাজ্ঞা, কৃষকদের স্বার্থ রক্ষা করবে রাজ্য সরকার, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Debapriya Sarkar
New Update
potato

নিজস্ব সংবাদদাতা : আলুর দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে রাজ্যে রফতানিতে কড়াকড়ি আরোপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজ্যে প্রয়োজনীয় পরিমাণ আলু সরবরাহ নিশ্চিত করার পরেই তার বাকি অংশ রফতানি করা হবে। বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে রফতানি করে মুনাফা করা যাবে না, এমন অবস্থান নিয়েছেন তিনি।

potatoes

মুখ্যমন্ত্রী বলেন, "আমার রাজ্য শস্য শ্যামলের দেশ, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজন নেই।" তিনি আরও বলেন, "কেন্দ্র যদি বাইরে আলু রফতানি করে মুনাফা করতে চায়, আর আমি কৃষকদের ইন্সুরেন্স করব, তাহলে এটা একসাথে হতে পারে না।"

potatoes-1594205506

মুখ্যমন্ত্রী আরও জানান, অন্যান্য রাজ্যে আলুর দাম বাড়ানোর প্রসঙ্গে, পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থে তিনি কোনো ছাড় দেবেন না। আলুর রফতানি নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকার প্রস্তুত।