বন্যার শঙ্কায় মুখ্যমন্ত্রী: ত্রাণ প্রচেষ্টা ও মানবিক দায়িত্বের আহ্বান

নেপাল থেকে কোসি নদী প্রায় ৬ লাখ কিউসেক জল ছেড়েছে, যা দক্ষিণবঙ্গের পরিবর্তে এবার উত্তরবঙ্গকে প্লাবিত করেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Mamata Banerjee

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল মহালয়া, ভরা কোটাল। তবে উৎসবের আনন্দের মাঝেই রাজ্যের একাধিক গ্রামে চলছে প্লাবনের ভোগান্তি। ডিভিসির জল ছাড়ার কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বন্যায় প্রচুর মানুষের বাসস্থান জলের নিচে চলে গেছে এবং কেউ প্রিয়জনকে হারিয়েছেন। খাবার ও পানীয় জলও নেই অনেকের কাছে। এমন পরিস্থিতিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করে জানান, "ম্যান-মেড বন্যা হয়েছে।" তিনি এদিন আরও সতর্ক করে বলেন, "আগামীকাল মহালয়া, ভরা কটালে ফের প্লাবনের আশঙ্কা রয়েছে।"

Mamata banarjee

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেপাল থেকে কোসি নদী প্রায় ৬ লাখ কিউসেক জল ছেড়েছে, যা দক্ষিণবঙ্গের পরিবর্তে এবার উত্তরবঙ্গকে প্লাবিত করেছে। তিনি মালদার রতুয়া, হরিশচন্দ্রপুর ও গাজোলের নাম উল্লেখ করে জানান, ত্রাণ পাঠানো হয়েছে এই এলাকার জন্য।

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী আরো বলেন, "রাজ্য সরকার ত্রাণ দিচ্ছে, কিন্তু এটা অতিরিক্ত। আমাদের সমাজের জন্য এটি বিনিয়োগ। সেবা করা বড় ধর্ম, এটাই পুজো এবং উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে, কারও মুখে হাসি থাকে না।"