নিজস্ব প্রতিবেদন : কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডলের মন্তব্য রাজ্য রাজনীতিতে একটি নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি দলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলি ধুমধামে পালন করব।"
এরপর, তিনি তাঁর বক্তব্যে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন এবং দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তিনি অভিযোগ করেন যে কিছু চক্রান্তকারী মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বিধায়কের এই বক্তব্যটি তৃণমূলের ভেতরে এবং বাইরেও প্রশ্ন তুলেছে। বিশেষত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভিষেককে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বেড়েছে। যদিও পরে তিনি তাঁর মন্তব্য সংশোধন করেন, তবুও এই ঘটনাটি তৃণমূলের রাজনৈতিক কৌশল ও অভিষেকের অবস্থান সম্পর্কে নতুন আলোচনা শুরু করেছে। বর্তমানে রাজ্যে ৬টি আসনের বিধানসভা উপনির্বাচন সামনে, তাই তৃণমূলের এই ধরনের বক্তব্যগুলো রাজনৈতিক গতিবিধির দিকে দৃষ্টি আকর্ষণকরছে।