নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আরো একটি বাঘ। মঙ্গলবার ভোররাতে পুরুলিয়ায় ঢোকে বাঘটি।
মুখ্য বন সংরক্ষক এস কুলানডাইভেল জানালেন যে বন দপ্তরের একটি দল এখন পুরুলিয়ায় তাবু পেতে রয়েছে। কর্মীরা সেখান থেকেই বাঘটিকে ধরার চেষ্টায় রয়েছে। স্থানীয় লোকেরা বলছে যে রাইকা পাহাড়ে যাওয়া দুর্গম। ওখানে প্রচন্ড ঘন জঙ্গল। রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। রাইকা পাহাড়ের পাশে ডালমা লেক। যদি বাঘটি ওখানে চলে গিয়ে থাকে তাহলে খুঁজে পাওয়া আরও দুষ্কর। তবে বন দপ্তরের কর্মীরা আশাবাদী। তারা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্য বন সংরক্ষক নিজে সেখানে আছেন। তিনি আরো জানান যে যদি বাঘটিকে কোনওভাবে ধরা যায় তবে তাকে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। সেখানেই রাখা হবে বাঘটিকে। তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বাঘটিকে ঝাড়খন্ডে ফিরিয়ে দেওয়া হবে নাকি এখানেই হবে তার স্থায়ী ঠিকানা।
গত মাসে, জিনাত নামে আরেকটি বাঘ ওড়িশা থেকে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গিয়েছিল। তিন রাজ্যের বনকর্মীরা কয়েকদিন ধরে অভিযান চালানোর পর এটি ধরা পড়ে।