নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুলিশের জোর জুলুমের প্রতিবাদে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের সমর্থনে বুধবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচি নাই ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি টেডার্স এসোসিয়েশনের নেতৃত্বরা।
জানা গেছে, গত ১১ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত্রে মুরগি বোঝাই করে বেলদা থানার অন্তর্গত অর্জুনির দিকে যাচ্ছিল মুরগি বোঝাই গাড়ি। সেই সময় গাড়ির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ তাদের গাড়ি থেকে তোলা অর্থাৎ টাকা দাবি করে। সমীর ঘোষ নামে এক ব্যক্তি টাকা না দেওয়ায় পুলিশ নির্মমভাবে মারধর করে বলে জানা গেছে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বেলদা হাসপাতাল থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সংগঠনের সদস্যরা।