পঞ্চায়েতের ফল ঘোষণার দিন! জামিন ছত্রধর মাহাতোর

পঞ্চায়েতের ফল ঘোষণার দিনই জামিন পেলেন ছত্রধর মাহাতো।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী এক্সপ্রেস অপহরণে এনআইএ মামলায় ধৃত ছত্রধর মাহাতকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সংশয় প্রকাশ করে বলে, 'আদৌ বিচার শেষ হবে কি?' ২০০৯ সালে ঘটনার ১১ বছর পর ২০২০ সালে তদন্ত হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও কয়েকজন অভিযুক্ত ফেরার। আবার এনআইএ অভিযোগ করেন, ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। এই অবস্থায় তাই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। তবে আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঢুকতে পারবেন না ছত্রধর। সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।