রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ হয়ে গেল ছট পুজোর আচার অনুষ্ঠান

আজ ও কাল ছটপুজো।

author-image
Adrita
New Update
ওঃ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ও কাল ছটপুজো। জলদূষণ রোধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে আদালত। সূত্র মারফত জানা গিয়েছে যে, আদালতের নির্দেশে কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে দূষণ রুখতে নিষিদ্ধ করা হয়েছে  ছট পুজোর আচার অনুষ্ঠান। 

Know the significants of chaat Puja

জানা গিয়েছে দুটি সরোবরের গেটের সামনেই বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। দুটি সরোবরের সামনেই মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে।

কী ভাবে ছট পুজো করতে হয়? জেনে নিন এর রীতি-আচার

প্রসঙ্গত, ছট পুজো উপলক্ষে গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে ছট পুজোর দিন গঙ্গার ঘাটে ঘাটে সেই গান বাজাবে পুলিশ। এছাড়াও, ছট পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। ঘাটগুলিতে যাতে ভিড় না বাড়ে সেই কারণে, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। 

Mamata Banerjee : পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া, নিজের ঘর ভেবে এখানে থাকুন;  ছটপুজোয় বার্তা মমতার - WB CM Mamata Banerjee writes song for Chhath Puja  she says bengal is mini india suk -

প্রসঙ্গত, ছট পুজোর তৃতীয় দিনে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এরপর চতুর্থ দিনে সপ্তমী তিথিতে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ছট উৎসব শেষ হয়।