ছি! ঋতুস্রাব ছিল, পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে টর্চ জ্বেলে চেকিং

চেকিংয়ের নামে কি অসভ্যতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
periods 3.jpg

নিজস্ব সংবাদদাতা: পরীক্ষায় নকল আটকাতে অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীদের শরীরেও সার্চ করা হয়ে থাকে। পোশাকের ভিতরেও চেকিং করা হয়। এই নিয়ে বহু বিতর্ক চলে। এবার নয়া বিতর্কেরই সাক্ষী থাকল গাইঘটা। 

fff

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে চারটি কলেজের D.El.Ed-র পার্ট ওয়ান পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে চেকিং হয় পরীক্ষার্থীদের। সেখানে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে চেক করা হয়। সোমবারও নাকি অন্তর্বাস খুলিয়ে চেকিং হয়। তা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মঙ্গলবার ফের সেই ঘটনা ঘটে। 

exam1p

এতে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। জানা যায় যে যাদের অন্তর্বাস খুলে চেকিং চলছিল তাদের মধ্যে একজনের পিরিয়ডস ছিল।