রাস্তা বন্ধ করতে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে প্রশাসন! কী হবে এবার?

এবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ল প্রশাসন। রাস্তা বন্ধ করতে গিয়ে সৃষ্টি হল তীব্র উত্তেজনার। এবার কী পদ্ধতি অবলম্বন করতে চাইছে প্রশাসন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-08-25 at 7.34.30 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উচ্চ আদালতের নির্দেশে গত জুন মাসে অবৈধ নির্মাণ উচ্ছেদ হয়েছিল মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে। কয়েক বছর ধরে ওই মাঠের জায়গা দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। বিভিন্ন সময় মেদিনীপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন তাদের সরানোর আবেদন করলেও কোনও কাজ হয়নি। ফলে বিষয়টি নিয়ে মামলা হয় উচ্চ আদালতে। ডিভিশন বেঞ্চ রায় দেয় যে ওই মাঠ থেকে অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে হবে। সেই মতো বুলডোজার দিয়ে সমস্ত নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার রাস্তা বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল প্রশাসন। অবরোধ-বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।

WhatsApp Image 2023-08-25 at 7.34.29 PM

উল্লেখ্য, টিভি টাওয়ার মাঠের মাঝ দিয়ে কয়েক বছর ধরে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষজন ও পড়ুয়ারা। আদালতের নির্দেশ মেনে শুক্রবার ওই রাস্তা বন্ধ করতে গিয়েছিল প্রশাসন। শুরু হয়ে গিয়েছিল তার কাজও। খবর ছড়িয়ে পড়তেই কয়েকশো স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে জর্জকোর্ট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, 'আমাদের বিকল্প রাস্তা নেই যাতায়াতের। বহু বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। চারটি স্কুল রয়েছে। তার পড়ুয়ারাও যাতায়াত করে। বিকল্প রাস্তা না থাকলে আমরা যাতায়াত করতে পারব না। প্রশাসনকে দাবি জানিয়েছি। ওঁরা আশ্বাস দিয়েছেন'। এদিন পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিল জেলা পুলিশ, প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, 'উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ সাড়ে সাত বছর পর দখল মুক্ত করা হয়েছিল। মাঠের মাঝে থাকা রাস্তাটি বন্ধ করার কাজ শুরু হয়েছিল। সেইসময় স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষজন এসে রাস্তা অবরোধ করেন এবং কাজে বাধা দেন। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রাস্তার উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প রাস্তা তৈরি করার পর ওই রাস্তাটি ঘেরা হবে'।

impact