নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩! চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পর চাঁদের ছবি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে যা নিয়ে উচ্ছ্বসিত গোটা ভারতবর্ষ। প্রত্যেক ভারতবাসীর কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত। সেই বিক্রমের ছোট্ট রেপ্লিকা তৈরি করে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কে উৎসর্গ করেছেন কেশপুরের প্রসেনজিৎ কর। প্রসেনজিৎ কর এর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত রানীয়ড় গ্রামে। পেশায় মোটরসাইকেল মেকানিক। পাশাপাশি প্রসেনজিৎ মাইক্রো আর্টিস্ট হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। রুজি রোজগারের জন্য দিনের বেশিরভাগ সময়টাই বাবার মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতে হয় তাকে। তবে যতটুকু অবসর সময় পান, সেই সময় তিনি বিভিন্ন মণি ঋষি থেকে স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় ক্রিকেটারদের ছবি অতি ক্ষুদ্র জিনিসের উপর ফুটিয়ে তোলেন। তবে সরকারিভাবে কোন ধরনের সাহায্য সহযোগিতা না পেয়েও নিজের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন তার এই প্রয়াসকে। ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম! প্রসেনজিৎ ল্যান্ডার বিক্রমের একটি অতি ক্ষুদ্র রেপ্লিকা তৈরি করে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কে উৎসর্গ করেন। তিনি জানান, এটি তৈরি করতে তার তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। মোবাইলের বিভিন্ন অকেজো পার্টস দিয়ে তৈরি করেছেন। মহাকাশ বিজ্ঞানীদের এই সাফল্যে খুশি মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎও।