চাঁদের কাছে চন্দ্রযান ৩। ইসরোর উদ্যোগকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবসে অভিনব ভাবনা দুর্গাপুরের এক মিষ্টির দোকানের। স্বাধীনতা দিবসে শোভা পাচ্ছে চন্দ্রযান ৩। তাও আবার ক্ষীর ও খোয়ার তৈরি।
হরি ঘোষ, দুর্গাপুর : দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গর্ব ইসরোকে সম্মান জানানোর অভিনব পন্থা নিয়েছে দুর্গাপুরের মামড়া বাজারের এক প্রসিদ্ধ মিষ্টির দোকান। ৯০ কেজি ক্ষীর ও খোয়া দিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত একখানা চন্দ্রযান ৩ , যা শোভা পাচ্ছে দোকানের সামনে। চন্দ্রযানের ওপরে রয়েছে হোয়াইট চকোলেটের আস্তরন যা আরও দর্শনীয় করেছে। এই মডেল চন্দ্রযান আগামী ২৩ তারিখ পর্যন্ত সাধারন মানুষের দেখার জন্য সাজানো থাকবে। গর্বিত দেশবাসীকে স্বাধীনতা দিবসে এই উপহার দিতে পেরে গর্ব বোধ করছেন দোকানের কর্নধার দেবাশীস ঘোষ।