Big Breaking : এবার বিশ্বের দরবারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো! কিভাবে? জানুন বিস্তারিত

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবারে প্রযুক্তির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার একটি নতুন দৃষ্টিতে উদযাপিত হতে চলেছে, যেখানে প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী পুজোর আনন্দ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় পুজো কমিটি এই উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে পুজো এবং শোভাযাত্রার সরাসরি সম্প্রচার হবে ফেসবুক পেজ থেকে। চন্দননগরের স্ট্যান্ড রোড এবং পালপাড়া রোড-এ দুটি সেটআপ স্থাপন করা হবে, যার মাধ্যমে পুজোর সমস্ত অনুষ্ঠান এবং শোভাযাত্রা বিশ্বব্যাপী প্রচারিত হবে।

publive-image

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এক ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতিবছর বিশাল আকারে আয়োজিত হয় এবং লাখ লাখ দর্শনার্থী চন্দননগরে ভিড় জমায়। এবার বিশেষ করে শোভাযাত্রার লাইভ সম্প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ অনেকেই শোভাযাত্রায় উপস্থিত হতে পারছেন না, বিশেষ করে যারা বিদেশে আছেন বা রাজ্যের বাইরে। তাদের কথা চিন্তা করে এই ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা সরাসরি দেখতে পারেন।

এবারের শোভাযাত্রায় অংশ নেবে ৬৯টি পুজো কমিটি, যা মোট ২৪৫টি লরি নিয়ে শোভাযাত্রা করবে। ১১ নভেম্বর সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত এই শোভাযাত্রা চলবে। এছাড়া, ১৭৭টি পুজো কমিটি এবার চন্দননগরের কেন্দ্রীয় পুজো কমিটির অধীনে অংশগ্রহণ করবে, যার মধ্যে চন্দননগরের পুজো কমিটি ১৩৩টি এবং ভদ্রেশ্বরের ৪৪টি পুজো রয়েছে।

publive-image

এছাড়া, গতবারের তুলনায় এবারের শোভাযাত্রা আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং এতে অংশগ্রহণকারীদের সংখ্যা ও শোভাযাত্রার সাজসজ্জা আরও আকর্ষণীয় হবে। প্রযুক্তির মাধ্যমে পুজোর সরাসরি সম্প্রচার সেই আনন্দ এবং ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেবে, যা পুজো দর্শনকারীদের কাছে একটি অনন্য অভিজ্ঞতা হবে।