পর্যটকদের জন্য সুখবর! বছরের শুরুতে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

চলতি বছর কলকাতা সহ রাজ্যে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা গরম অনুভূত হবে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় নতুন বছরের শুরুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
darjeeling snowfall.jpg

নিজস্ব সংবাদদাতা:  বছর শেষে কলকাতা সহ রাজ্যে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই।  আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। কিন্তু দিনেরবেলা শীতের দেখা মিলবে না। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।  তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।