ইসরোর চন্দ্র সাফল্যে গর্বিত গোটা দেশে। এ রাজ্য থেকে শুরু করে দক্ষিণের রাজ্য, দিল্লি, মুম্বই সবজায়গায় থিম এবার চন্দ্রযান ৩। চাঁদ জয়ের ইতিহাস সর্বত্র রচিত হয়েছে।
হরি ঘোষ, দুর্গাপুর : কর্মের দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) কারখানার ভেতরে একাধিক বিভাগে কর্মী থেকে আধিকারিকরা পুজোয় মেতে ওঠেন এদিন। কিন্তু ডিএসপির রক্ষণাবেক্ষণ অফিসে চিত্রটা একটু অভিনব। এবার সেখানে বিশ্বকর্মা পুজোর মণ্ডপের থিম 'চন্দ্র যান থ্রি'। পুজো কমিটির দাবি, এবারে চন্দ্র যান থ্রিতে ব্যবহার করা হয়েছে সেইল এর স্টিল। ইসরো থেকে এসেছে তার শংসাপত্র। যা এবারের বিশ্বকর্মা পুজোয় বাড়তি উৎসাহ দিয়েছে এখানকার কর্মীদের। সেখানে আবার প্রতিবছরের মতো এবারেও বসেছে জমজমাট মেলা। খিচুড়ি ভোগ বিলি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।