নিজস্ব প্রতিনিধি: ভোট মিটলেও জেলায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে টহল অব্যাহত কেন্দ্রীয় বাহিনীর। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, আনন্দপুর, গুড়গুড়িপাল, চন্দ্রকোণা থানার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। ভোটের ফলাফলের পর থেকে এখনও পর্যন্ত জেলায় সেভাবে বড় ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা না ঘটলেও ভয়-ভীতির কারণে ঘর ছেড়েছে বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, শাসকদলের অত্যাচারে ঘরছাড়া হতে হয়েছে। তাদের ঠাঁই হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে। বিজেপি নেতারা অভিযোগ বলেছেন, "জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের ওপর মারধর করার পাশাপাশি হুমকি দিচ্ছে। যার ফলে কর্মীদের জেলা কার্যালয়ে এসে আশ্রয় নিতে হচ্ছে"। তবে এবারে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে কেশপুর। যেখানে ভোট এবং ভোট পরবর্তী হিংসা অব্যাহত থাকত, এবারে শাসক-বিরোধী দুই দলই অনেকটা স্বস্তি এনে দিয়েছে। এখনো পর্যন্ত কেশপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। প্রায় প্রতিদিনই কেশপুর, আনন্দপুর এলাকার বিভিন্ন গ্রামের টহল চলছে কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভোট প্রক্রিয়া মিটলেও ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী কোনও অশান্তির ঘটনা ঘটলে বাহিনীকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করার কথাও বলা হয়েছে।
West Bengal | Centeral Force | chandrakona | keshpur | paschim medinipur | Anandapur | Gurguripal . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .