নীলকুঠি এলাকায় অভিনব প্রজাতন্ত্র দিবস পালন

কালিকাপুরের আউসগ্রামে জঙ্গলের মধ্যে আজও দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা। স্থানীয়রা এই পোড়ো বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে। কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীদের কাছে কার্যত হানাবাড়ি।

author-image
Jaita Chowdhury
New Update
vxcgdvs

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2025) জমজমাট আউশগ্রামের শুনশান নীলকুঠি এলাকা। নীলকর সাহেবদের হাতে অত্যাচারিত হয়ে বেঁচে থাকার মতো নয়, বরং নিজেদের অধিকার নিয়ে বাঁচতে হবে। অভিনব এই ভাবনাতেই পালন ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day Celebration)।  এলাকার গা ছমছমে পরিবেশ নিমেষে বদলে গেল স্থানীয়দের পদধ্বনিতে। 

কালিকাপুরের আউসগ্রামে জঙ্গলের মধ্যে আজও দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা। স্থানীয়রা এই পোড়ো বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে। কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীদের কাছে কার্যত হানাবাড়ি। গা ছমছমে পরিবেশ শুনশান এলাকা দিনেরবেলাতেও অনেকেই এড়িয়ে চলে। এলাকায় কান পাতলেই শোনা যেত নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ অসহায় মানুষের হাহাকার। তবে চলতি বছর প্রজাতন্ত্র দিবসে বদলে গেল ছবি। 

 আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে নীলকুঠি থেকে কালিকাপুর দুর্গাবাড়ি পর্যন্ত মিছিল হল। শুনসান এলাকায় গা ছমছমে  পরিবেশ উধাও। নীলকর সাহেবদের মতো অত্যাচারের পরিবেশে নয়। বরং নিজের অধিকারে বাচুক মানুষ। এই ভাবনায় এলাকায় পালিত হল প্রজাতন্ত্র দিবস।