ভোটের মধ্যেই প্রকাশ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা

দেশ জুড়ে চলছে ২০২৪ লোকসভা নির্বাচন। এরই মধ্যে প্রকাশ পেল CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
mobilewer1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে আজ CBSE দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট নিয়ে উত্তাল দেশ। এরই মধ্যে প্রকাশ পেল CBSE দ্বাদশ পরীক্ষার রেজাল্ট। সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট ৮৭.৯৮% পরিক্ষার্থী পাশ করেছে। এবছর ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলের মধ্যে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংগঠিত হয়েছিল।

student.jpg

গত বছরের তুলনায় এবছর পাশের হার ০.৬৫ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, এবছর মেয়ে পরীক্ষার্থীরা ছেলেদের চেয়ে ৬.৪০ শতাংশ পয়েন্ট বেশি পেয়েছেCBSE দ্বাদশ পরীক্ষা৯১ শতাংশের বেশি মেয়ে পাশ করেছেCBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষাএবার ১৭৫১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৬৪৫৬৮ জন পাশ করেছে।

JEYU

CBSE দ্বাদশ পরীক্ষা২০২৩ সালে মেয়েদের পাশের হার ৯০.৬৮ শতাংশ ছিল সেখানে ২০২৪ সালে ৯১.৫২ শতাংশ মেয়েরা পাশ করেছে । ২০২৩ সালে ছেলেদের মধ্যে ৮৪.৬৭ শতাংশ পাশ করেছিল ২০২৪ সালে পরীক্ষায় ৮৫.১২ শতাংশ ছেলেরা পাশ করেছে।