সন্দেশখালি ঘটনায় নয়া মোড়! এবার শাহজাহানের ভাই-সহ ১০জনকে তলব সিবিআই-র

সন্দেশখালির অস্ত্র উদ্ধারে নয়া মোড়।

New Update
দফ

file pic

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৭ এপ্রিল দ্বিতীয়দফা ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল সিবিআই। ডেকে আনা হয়েছিল এনএসজিকে। ওই অস্ত্র উদ্ধারের সূত্রে এবার শাহজাহানের এক ভাইকে তলব করল সিবিআই। জানা গেছে, শাহজাহানের ভাই-সহ ১০জনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

সিবিআই সূত্রে খবর, সেদিন (২৭ এপ্রিল) শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল দু'টি বিদেশি আগ্নেয়াস্ত্র। যার একটির লাইসেন্স শাহজাহানের এক ভাই আলমগীরের নামে রয়েছে। শাহজাহানের পাশাপাশি এই মুহূর্তে জেলবন্দি আলমগীরও। সেই সূত্রে শাহজাহানের আরও এক ভাই শেখ সিরাজুদ্দিনকে এদিন নতুন করে তলব করেছে সিবিআই। আগামী ৩ মে সিরাজুদ্দিনকে হাজিরা দিতে বলা হয়েছে। এদিন সরবেড়িয়ায় গিয়ে এই নোটিস দিয়ে আসে সিবিআই।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নোটিস এড়ালে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে শাহজাহানের ভাই-সহ অন্যদের বিরুদ্ধে।

Add 1