সিবিআই স্ক্যানারে দুই তৃণমূল নেতা!

পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত চালিয়েছে সিবিআই।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আবহে ফের তদন্তে নামলো সিবিআই। মরিশদায় তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা ও পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই।

 

cbiraid

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে পূর্ব মেদিনীপুরের এই দুই নেতার বাড়িতে তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Permitting farmhouses in green zones will destroy Goa's wealth: TMC

দুই তৃণমূল নেতাকে বাড়িতে না পেয়ে দেবব্রত পণ্ডার মেয়েকে ও নন্দদুলাল মাইতির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

Add 1