নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় কি ফের CBI তদন্ত হতে চলেছে ? প্রশ্নের মুখে পড়েছে বাংলার মিড ডে মিল প্রকল্প। শিশু খাদ্যেও এবার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি CBI তদন্তের দাবি জানিয়েছেন। তার এই দাবিতে শিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
মিড ডে মিলের দুর্নীতি মামলায় CBI তদন্তে নেমে তদন্তকারীদের হাতে এসেছে এমন কিছু তথ্য, যাতে বেশ কিছু হিসেবে গরমিল লক্ষ্য করা গিয়েছে। তারা সব তথ্য পর্যবেক্ষণ করে এক রিপোর্ট তৈরি করেছে। দুর্নীতির বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি দাবি করেছেন যে, মিড ডে মিলের টাকা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দানছত্র করেছেন। কোথাও বকটুই কাণ্ডের ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছেন, আবার কোথাও সেই টাকা দিয়েই কম্বল বিতরণ করেছন।