নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন উৎসবের আবহে গোটা রাজ্য আনন্দে মেতে উঠেছে তখন নতুন করে যেন আরও তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ব্যারাকপুর, বারাসতের পর এবার সিবিআই-এর স্ক্যানারে এল পানিহাটি পুরসভা (Panihati Municipality)। জানা গিয়েছে, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এবার পানিহাটি পুরসভারকে ইমেইল করল সিবিআই। জানা গিয়েছে, ২০১২ থেকে ২০২৩ সাল অবধি পানিহাটি পুরসভায় কারা কারা উপ প্রধান ছিল জানতে চাওয়া হয়েছে ইমেইল মারফত। এদিকে পানিহাটি পুরসভা নথি পাঠিয়ে দিয়েছে বলে খবর। উপ প্রধানদের নাম ঠিকানা চেয়ে ইমেইল করেছে সিবিআই।