বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গবাদি পশুর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গবাদি পশুর। আরো বড়সড় অঘটন ঘটতে পারতো। দুর্গাপুরের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২৩

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডে  নবওয়ারিয়ায় বিদ্যুতের খুঁটির তার  কোনও কারণবশত ছিঁড়ে  যায়। আর ওই ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি গবাদি পশুর। স্থানীয়রা ওই এলাকায় ফুল তুলতে গিয়ে দেখেন একটি গবাদি পশুর পেট থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং একই সঙ্গে একটি বিদ্যুতের তার জড়িয়ে রয়েছে গবাদি পশুটির গায়ে, আর তার  ফলে মৃত্যু হয়  ওই গবাদি পশুটির।  প্রাথমিক অনুমান  স্থানীয়দের। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ওই ছেঁড়া তার পুনঃরায় সংযুক্ত করেন। তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। কারণ ওই স্থানে ভোরের আলো ফুটতেই অনেকেই ফুল তুলতে যান। মৃত  গরুটিকে ওই স্থান থেকে পুরসভার সাফাই কর্মীরা অন্যত্র সরিয়ে নিয়ে যান।