হার্টের সমস্যা! আসতে হবে না কলকাতায়

হার্টের রোগীদের আর আসতে হবে না কলকাতায়। জেলাতেই মিলবে চিকিৎসা।হার্টের যাবতীয় চিকিৎসা থেকে শুরু করে অপারেশন, সমস্ত কিছুই হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

author-image
Pallabi Sanyal
New Update
heart treatmn

ক্যাথ ল্যাবের উদ্বোধন হল মেদিনীপুর মেডিক্যালে

দিগ্বিজয় মাহালী,  পশ্চিম মেদিনীপুর : হার্টের চিকিৎসার জন্য আর কলকাতা কিংবা ভিন রাজ্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। হার্টের যাবতীয় চিকিৎসা থেকে শুরু করে অপারেশন, সমস্ত কিছুই হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে তৈরি অত্যাধুনিক ক্যাথ ল্যাবের উদ্বোধন হল মেদিনীপুর মেডিক্যালে।  নবান্ন থেকে ভার্চুয়ালি ক্যাথ ল্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বিশেষত যাদের কলকাতা গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তারা উপকৃত হবে বলেই আশা করছেন জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তারা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিয়োগ্রাম, অ্যাঞ্জিয়োপ্লাস্টি, পেসমেকার বসানো থেকে শুরু করে জটিল  সার্জারিও করা হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, হার্ট ব্লকেজের মতো দুরারোগ্য রোগের চিকিৎসাও হবে মেদিনীপুর হাসপাতালেই।