অভিষেকের কনভয়ে হামলা, ইটবৃষ্টি! রুজু হল মামলা

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি উপলক্ষ্যে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক। রোড শো শেষে তাঁর কনভয় যখন শালবনির দিকে এগোচ্ছে, সেই সময় রাস্তার দু’পাশে কুড়মিরা হামলা চালান বলে অভিযোগ। শুরু হয় ইটবৃষ্টি।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhisekh

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামে লোধাশুলি থেকে শালবনি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ৪ জনকে আটক করল পুলিশ। আটক হলেন ৪ জন কুড়মি আন্দোলনকারী। ঝাড়গ্রাম থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। 

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক। সন্ধ্যায় রোড শো শেষে তাঁর কনভয় শালবনির দিকে এগোনোর সময়ে রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান তুলতে শুরু করেন। কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। অভিষেকের কনভয়ের শেষ গাড়িতে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা যিনি আহত হন বলে নিজেই জানান মন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তার মধ্যে জামিন অযোগ্য ধারায় মামলাও আছে।