নিজস্ব সংবাদদাতা, এগরাঃ পুজো কার্নিভালের আবহে অনুষ্ঠিত হলো ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'। জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’-এর প্রতি সংহতি জানিয়ে আজ ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আরজি কর হাসপাতাল চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দুই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তবে এরই মধ্যে এই অপরাধের প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। পুজোর মাঝেও জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে।
এই আবহে আজ পুজো কার্নিভালের দিনেই অনুষ্ঠিত হবে ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীকী কর্মবিরতি পালন করলেন ডাক্তাররেরা। সেই আন্দোললে শিক্ষক থেকে শুরু করে সমাজসেবী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে
যোগ দেন।