দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ঘাটিতে চীন ও ফিলিপাইনের প্রতিদ্বন্দ্বী পতাকা উত্তোলন! বাড়ছে উত্তেজনা
BREAKING: "আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী"- আর্তনাদ চাকরিহারার!
পুষ্পস্তবক অর্পণ করলেন মুখ্যমন্ত্রী?
বড় সাফল্য পুলিশের
কিছু লোক সরকারের বিরোধিতা করার পাশাপাশি দেশের বিরোধিতা শুরু করেছে, যারা নিরীহ মানুষের রক্তপাত করেছে এবং এর জন্য দায়ী, আমরা তাদের জল দেব না- এবার সোজা বক্তব্য
BREAKING: জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে কি করা উচিত? উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
BREAKING: "আমার রাজনীতি এতই সস্তা?" রাজ্যের দাবি আর করবেন না এই মুখ্যমন্ত্রী
BREAKING : সন্ত্রাসীদের কাছে সময় থাকে না ধর্ম জিজ্ঞেস করার ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার
BREAKING: জম্মু ও কাশ্মীর বিধানসভায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা প্রস্তাব পাশ!

সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন! চরম সিদ্ধান্ত নিলেন ক্যানিংয়ের শিক্ষিকা

চাকরি হারানোর পর চরম সিদ্ধান্ত নিলেন ক্যানিংয়ের শিক্ষিকা।

author-image
Tamalika Chakraborty
New Update
Suicide


নিজস্ব সংবাদদাতা: চাকরি হারানোর এক রাতের মধ্যেই চরম সিদ্ধান্ত! সুপ্রিম কোর্টের রায়ের পর চূড়ান্ত হতাশায় আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিংয়ের রায় বাঘিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিং। শুক্রবার সকালে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের নবপল্লি এলাকায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরি বাতিল হয় রুম্পার। এর পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। শুধু চাকরি হারানোই নয়, এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে তাঁর পাড়া-প্রতিবেশী ও পাওনাদারদের মধ্যেও। অভিযোগ, পাওনাদারেরা একে একে তাঁর বাড়িতে এসে টাকা ফেরতের চাপ সৃষ্টি করেন। এমনকি, মানসিক নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গেছে, এই চরম স্নায়ুচাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করেন রুম্পা। তাঁর পরিবারের দাবি, স্বামীর চিকিৎসার জন্য কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি চলে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই পাওনাদারেরা তাঁর বাড়িতে এসে চাপ দিতে থাকেন।

COUPLE SUICIDE

বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুম্পা। তাঁর স্বামী অনিমেষ জানা বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে ওঁর চাকরি গিয়েছে। কিছু লোক টাকা পেত, কিন্তু খবর পেয়েই ওরা বাড়িতে এসে হুমকি দেয়, কটূক্তি করে। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে ও।"

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে কোনো হস্তক্ষেপ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।