নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ধুপের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে গত মঙ্গলবার। রাত দুটো নাগাদ আগুন লাগে বৃহৎ এলাকাজুড়ে গড়ে ওঠা ধুপের ফ্যাক্টরিতে।জানা যায় এই ধূপের ফ্যাক্টরিতেই প্রতিনিয়ত দেড় থেকে দুই হাজার মানুষ জীবিকা নির্বাহ করে।
মূলত দাসপুরের বাসিন্দা রাজকুমার দাসের এই ধূপের ফ্যাক্টরি। খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন আসলেও, কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। স্থানীয়দের দাবি কোনমতেই দুটো দমকলের ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।এমনকি দমকল অনেক দেরিতে পৌঁছেছে বলেও জানান তারা।
ফলে ফ্যাক্টরির পুরো এলাকা আগুনে গ্রাস করেছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। সেই ঘটনায় ঘাটালে প্রচারে এসে ধূপ কর্মীদের ক্ষোভ শুনলেন দেব।