হরি ঘোষ, পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের গঞ্জ প্রার্থীরা কি তৃণমূলকে (TMC) বিপদে ফেলতে পারে? এএনএম নিউজের অন্তর তদন্তে উঠে এলো এমনই তথ্য। পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েতের মোট আসন ১০২০, পঞ্চায়েত সমিতির মোট আসন ১৭২ এবং জেলা পরিষদের মোট আসন ১৮টি।
কিন্তু গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষে সরকারি পরিসংখ্যান বলছে, গ্রাম পঞ্চায়েতে ১০২০ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন জমা পড়েছে ১১৩৬ অর্থাৎ আসন সংখ্যা থেকে ১০৬টি বেশি। পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত সমিতিতে মোট আসন ১৭২ টি, তৃণমূল কংগ্রেসের মনোনয়ন জমা পড়েছে ২০১ টি অর্থাৎ মোট আসন সংখ্যা থেকে ২৯টি বেশি। যদিও তৃণমূলের জেলা নেতৃত্বে র একাংশের দাবি, মনোনয়নপত্র তুলে নেওয়ার যথেষ্ট সময় রয়েছে। কিছু কর্মী অতি উৎসাহিত হয়ে নামাঙ্কন করেছেন।