হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে অমর্ত্য সেন

আগামী ১০ মে নিম্ন আদালত আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উচ্ছেদের নোটিশ স্থগিত করল কলকাতা হাইকোর্ট।

author-image
Aniruddha Chakraborty
New Update
জম্নভ

নিজস্ব সংবাদদাতাঃ  হাইকোর্টে স্বস্তি পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ৬ মে-র মধ্যে তাঁর শান্তিনিকেতনের পৈতৃক বাড়ির ১৩ ডেসিমেল জায়গা খালি করে দেওয়ার কথা বলেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বিশ্বভারতীর তরফে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল বিচারপতি বিভাস রঞ্জন দে'র সিঙ্গল বেঞ্চ। নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল। অর্থনীতিবিদের আশঙ্কা ছিল, নির্ধারিত সময় পেরিয়ে গেলে সশস্ত্র পুলিশ নিয়ে পৌঁছে যেতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে হাইকোর্টের নির্দেশে আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বুধবার নিম্ন আদালতে রয়েছে এই মামলার শুনানি।