নিজস্ব সংবাদদাতা: সিএএ নিয়ে দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে। এবার বড় বার্তা দেওয়া হল বঙ্গ বিজেপির তরফে।
ট্যুইট করে বঙ্গ বিজেপি বলেছে, "কোন কাগজ লাগবে না শুধুমাত্র আবেদন করবেন। গৃহমন্ত্রক তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দেবে"। উল্লেখ্য, তবে বিরোধী দলগুলির দাবি এই আইন লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভোট পাওয়ার একটি গিমিক মাত্র।
k