৯.৩০ নাগাদ ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, হাতের কাছে রাখুন ছাতা

বাংলায় ফিরে এসেছে মৌসুমী অক্ষরেখা।

author-image
Adrita
New Update
এ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় ফিরে এসেছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজ সকাল ৯.৩০ নাগাদই ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। 

Weather: তাপপ্রবাহে লাগাম! ৬ হাজার কিমি পথ পেরিয়ে বৃষ্টি আনছে 'বঙ্গ-বন্ধু'  - Bengali News | West bengal weather news for south bengal rain forecast in  kolkata and others district | TV9 Bangla News

জানা গিয়েছে যে, বঙ্গোপসাগর থেকে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। যার যেরে বঙ্গে বেশ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

ধেয়ে আসছে দুর্যোগ! বইবে দমকা হাওয়া, দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট  জারি করল IMD- Bangla News

Adddd