শ্রদ্ধাঞ্জলি! পশ্চিম মেদিনীপুরের সব স্কুলে বসবে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি

জেলার সমস্ত স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-07-04 at 4.06.00 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগরের ২২৫ তম জন্ম শতবর্ষকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ২১ জুন জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতিতে এই মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

WhatsApp Image 2024-07-04 at 4.05.58 PM

ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত মহকুমা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বৈঠক। 

WhatsApp Image 2024-07-04 at 4.05.59 PM

উল্লেখ্য, এই জেলারই ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ১৮২০ সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার ২২৫ তম জন্ম শতবার্ষিকী পালন শুরু হচ্ছে আর তাই সারা জেলা জুড়ে এই কর্মসূচি নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তবে এই মূর্তি বসানোর জন্য কোনও অর্থই দিচ্ছে না জেলা প্রশাসন। এলাকার ছাত্র-ছাত্রী থেকে সকল মানুষের সহযোগিতায় বসানো হবে প্রত্যেকটি স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। 

WhatsApp Image 2024-07-04 at 4.05.59 PM (1)

জেলা প্রশাসনের এহেন উদ্যোগে খুশি সকলেই। তবে এই আবক্ষ মূর্তি বসানোর অর্থ নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকরা। "ঘাটাল মহকুমায় মোট ১১ টি সার্কেল রয়েছে। প্রত্যেকটি সার্কেলে ২০টা করে মুর্তি স্থাপনের টার্গেট দেওয়া হয়েছে। যেহেতু বিদ্যাসাগর মহাশয় ঘাটাল মহকুমায় জন্মগ্রহণ করেছিলেন তাই শুরুটা ঘাটাল মহকুমা থেকেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা থেকেও তেমনটাই জানানো হয়েছে', জানান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

WhatsApp Image 2024-07-04 at 4.05.59 PM (2)

Adddd