নিজস্ব সংবাদদাতাঃ দিন দিন বেড়েই চলেছে যাত্রী সংখ্যা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে বাসের পরিমাণ। তবে শুধু যে সরকারি বাসের পরিমাণই কমছে তেমনটা নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে উধাও হয়ে যাচ্ছে আস্ত বাসরুট। রাজ্য পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী , গত ১০ বছরে শহরে প্রায় ১০০ টির ও বেশি সরকারি বাস রুট বন্ধ হয়েছে। বছর খানেক আগেও প্রতিদিন শহরের রাস্তায় গড়ে যে পরিমাণে বাস চলত সেই সংখ্যাটাও কমে ২৫০০ থেকে এসে দাঁড়িয়েছে প্রায় ৭০০ থেকে ৮০০।
যদিও পরিবন দপ্তরের দাবী নিয়ম অনুযায়ী ১৫ বছরের মেয়দ শেষ হয়েছে প্রায় ১৫০০ বাসের, তাই সংখ্যাটা এত কমে গেছে। তবে শীঘ্রই বিএস-৬ বাসটি রাস্তায় নামবে বলেজানানো হয়েছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু বিদ্যুৎ চালীত সরকারি বাস শহরের রাস্তায় চলছে বলে দাবী রজ্য পরিবহণ দপ্তরের।
এদিকে মঙ্গলবার রাজ্য পরিবহন মন্ত্রীর বাস সংগঠনগুলির বৈঠক রয়েছে। এর আগে রাজ্য সরকার দুর্ঘটনা এড়াতে বহুবার বাস সংগঠনগুলিকে কমিশন প্রথা তুলে নিতে বলেছিল, তবে সংগঠন টা তুলে নারাজ বলেই সোজা জানিয়ে দিয়েছিল, মঙ্গলবারের বৈঠকে সেই সমস্যার সমাধান হবে বলে অনেকেই আশাবাদী। রাজ্যের বিভিন্ন জেলার একাধি বাস ও মিনিবাস রুটে কমিশন প্রথা চালু আছে। মোট যে টিকিট বিক্রি হব্র তার ১২ শতাংশ পাবে চালক, আর ৬ শতাংশ পাবে কন্ডাক্টর ও হেল্পার। টিকিট বিক্রির পরিমাণ দিনে যত বাড়বে কমিশনও ততই বাড়বে, আর তাই শহরের রাস্তায় চলতে থাকে যাত্রী তোলার রেষারেষী। আর ফল স্বরূপ বেড়েই চলেছে দুর্ঘটনা।