কলকাতার উদ্দেশ্যে রওনা হল ট্রেন দুর্ঘটনায় মৃত, আহতদের পরিবার ভর্তি বাস

বালেশ্বরের বাহানাগায় (Balasore Train Accident) ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

author-image
SWETA MITRA
New Update
debraষ.jpg

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ বালেশ্বরের বাহানাগায় (Balasore Train Accident) ট্রেন দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

debra 2.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১১০ জন পরিবারের সদস্যদের সেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। তাই বুধবার সকাল ৯টা নাগাদ ডেবরা থেকে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে তিনটে বাসে ট্রেন দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারকে বাসে নিয়ে যাওয়া হল কলকাতায়।

debra 3.jpg

ট্রেন দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ৬  জনের মৃত্যু হয়েছে। সেই পরিবারের সদস্যরাও থাকবেন। আহত হয়েছে ১০৪ জন। তাদের পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে। তাই জেলা থেকে তিনটি বাসে করে ডেবরা থেকে পাঠানো হয় তাদের। ডেবরার বিডিও, ওসি ও অন্যান্য আধিকারিকরা সকলকে বাসে করে পাঠানোর ব্যবস্থা করেছেন।