গণনাকেন্দ্রের বাইরে মিলল পোড়া ব্যালট পেপার! BJP-র ভিডিয়োয় চাঞ্চল্য

পঞ্চায়েত ভোটে হিংসা এবং সন্ত্রাস ছড়ানোর পাশাপাশি ব্যালট নিয়ে বিতর্ক ছড়িয়েছে। ব্যালট বক্স ভেঙে ফেলা কিংবা ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার মত বেশ কিছু ঘটনা ঘটতে শোনা গেছে বাংলায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
ballotp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ব্যালট খেয়ে ফেলা থেকে শুরু করে ব্যালট বাক্স জলে ডোবানো, ভেঙে ফেলা সবই মানুষ দেখেছে পঞ্চায়েত নির্বাচনে। তবে ভোট শেষের পরও ব্যালট বিতর্ক থেমে নেই। এবার পাওয়া গেল পোড়া ব্যালট পেপার। এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জানা গেছে যে ভোটের ফল ঘোষণার তিন দিন পর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গণনা কেন্দ্রের কাছেই পড়ে থাকতে দেখা যায় আধ পোড়া ব্যালট পেপার। এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করেছে বঙ্গ বিজেপি। বিজেপি-র দাবি, তৃণমূল যে ছাপ্পা দিয়েছিল সেই ছাপ্পা দেওয়া ব্যালট পেপার পুড়িয়ে ফেলার চেষ্টা করে তারা।