নিজস্ব সংবাদদাতা: বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল সাসপেন্ড। কর্তব্যে গাফিলতি, আর্থিক অব্যবস্থা এবং কাজে ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। গত বছরের ডিসেম্বরে নিরঞ্জন মণ্ডলকে শোকজ করে কলেজ পরিচালন সমিতি । শোকজের জবাবও দেন নিরঞ্জন মণ্ডল। নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন প্রিন্সিপাল।
/anm-bengali/media/media_files/2025/03/29/aV9flR9Lk7Qhk92RvcPj.jpg)