আজ ও কাল ফের একগুচ্ছ ট্রেন বাতিল! কাজে যাওয়ার আগে দেখে নিন তালিকা

সপ্তাহান্তে ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়ায় এবং শিয়ালদহে রুট বদলাচ্ছে অনেক লোকালের।

author-image
Aniruddha Chakraborty
New Update
11

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ  ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। একইসঙ্গে শনিবার অর্থাৎ আজ এবং রবিবার ডায়মন্ড হারবার শাখা এবং বনগাঁ শাখায় কিছু ট্রেনের গতিবিধি বদল হচ্ছে। ট্রাফিক ব্লক এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যই বদলাচ্ছে ট্রেনের রুট, বাতিল হচ্ছে ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যদিও শনি ও রবিবার ট্রেনে অফিস যাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। যদিও শহর থেকে শহরতলির একটা বড় অংশের মানুষের কাছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই লোকাল ট্রেন। সেখানে বারবার ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি যে বাড়ছে তা স্বীকার করে দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে। 

শনিবার শিয়ালদহ থেকে রুট বদলাচ্ছে 34860 শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে। ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে ট্রেনটি। রবিবারও 34811 ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে। 33863 শিয়ালদহ – বনগাঁ লোকাল শনিবার বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে। রবিবার 33812 বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে।

রবিবার ট্রেন বাতিলের খাতায় থাকছে- 

হাওড়া থেকে 36825, 36827। 

বর্ধমান থেকে 36842, 36844। 

ব্যান্ডেল থেকে 37536, 37538।

নৈহাটি থেকে 37535, 37537।