প্ল্যাটিনাম জয়ন্তীতে বাজেট ১০ লক্ষ টাকা!

দুর্গা পুজোর আর কয়েকটা দিন। তার আগে জেলায় জেলায় চলছে খুঁটি পুজো। এমনই এক খুঁটি পুজো আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরে। এবছর ৭৫ তম বর্ষ। নানা পরিকল্পনা রয়েছে পুজো কমিটির।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলহারা সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল।এদিন বিভিন্ন রীতিনীতি মেনে পুজো অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হল খুঁটিপুজো, জানা গিয়েছে, এই বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করবে এই পুজো,তাই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটি,জানা গিয়েছে ৮ টি গ্রামের মানুষজনের আর্থিক সহযোগিতায় এবং উপস্থিতিতে এই পুজো হয়ে আসছে,এই বছরের বাজেট ধরা হয়েছে আনুমানিক ১০ লক্ষ টাকা, পুজোর কটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি, এই দিন এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি যুগলচন্দ্র অধিকারী, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক তপন কুমার চক্রবর্তী সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা,সব মিলিয়ে পূজোর কটা দিন জমজমাট ধলহারা সর্বজনীন দুর্গোৎসবের ময়দান।