সীমান্তে ক্রমাগত উস্কানি চলছে বাংলাদেশের। আবার আক্রান্ত হলেন এক বিএসএফ। ঘটনাটি মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তে বুড়াবুড়িতে আক্রান্ত হলেন বিএসএফ। হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ।
লাগাতার কাঁটাতার দিতে BSF-কে বাধা মালদা, কোচবিহার থেকে ত্রিপুরায়। কট্টরপন্থী বাংলাদেশি রা দোসর। BSF-কে বারবার বাধা দিচ্ছে BGB। তবুও বারবার সহযোগিতার বার্তা ভারতের, তাও ইতিহাস ভুলে যেহেতু ইউনূস সরকারের প্ররোচনা চলছে তাই অবশেষে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বিদেশমন্ত্রক।